লাইভ আপডেট
  • প্রথম সাময়িক পরিক্ষার এডমিড কার্ড সংগ্রহ করতে অতি শীঘ্রই আপনার বকেয়া পরিশোধ করুন।

সান রাইজ কে.জি. এন্ড হাই স্কুল

নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত।

প্রধান শিক্ষকের বাণী

মোহাম্মদ নুরুল
আবছার

আসসালামু আলাইকুম,

সানরাইজ কেজি এন্ড হাই স্কুল এর ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক এবং শুভানুধ্যায়ী সবাইকে আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার গুণগত মান,শৃঙ্খলা বিধান, সহপাঠ কার্যক্রম, ক্যারিয়ার গঠন সহ সার্বিক ক্ষেত্রেই প্রতিষ্ঠানের সাফল্য ঈর্ষণীয়। প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতাকে নিশ্চিত করার জন্য স্কুল ডায়েরীর ভূমিকা অনস্বীকার্য।

স্কুলের পরিকল্পিত যথাযথ ব্যবহার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের মধ্যে এক অনন্য মিলবন্ধন রচনা করে। আমরা আশাকরি সবার আন্তরিক অংশগ্রহণে এই অনুষ্ঠানকে আরো উচ্চস্থানে উন্নীত করবে।
সবার জন্য শুভকামনা।

পাশের নম্বর

শ্রেণী ভিত্তিক পাসের নাম্বার নিম্নরূপ

০১  প্লে-গ্রুপ থেকে নার্সারি পর্যন্ত – ৫০%

০২  প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত – ৪০%

০৩  ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত – ৪০%

আমাদের ড্রেসকোড

প্লে থেকে দ্বিতীয় শ্রেণী

ছাত্রঃ হাফ প্যান্ট, হাফ শার্ট, মোজা ও সু ( কালো)।

ছাত্রীঃ কামিজ, সেলোয়ার,স্কার্প মোজা ও সু (কালো)।

তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত।

ছাত্রঃ ফুল প্যান্ট, হাফ শার্ট, মোজা ও সু ( কালো)।

ছাত্রীঃ কামিজ, সেলোয়ার,স্কার্প মোজা ও সু (কালো)।

ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত

ছাত্রঃ ফুল প্যান্ট, ফুল শার্ট, মোজা ও সু ( কালো)।

ছাত্রীঃ গোল ফ্রোগ ফুল হাতা, কেচি বেল্ট ,সেলোয়ার, হিসাব মোজা ও সু  অথবা বোরকা।

ফোনে যোগাযোগ করুন (শনি-বৃহস্পতি সকাল ০৮.০০- বিকাল ০৫ঃ০০)

আমাদের সম্মন্ধে

ঠিকানা

সোশ্যাল

Scroll to Top